Site icon Jamuna Television

অগ্নিকাণ্ডে খোলা আকাশের নিচে ১২ হাজার রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন প্রায় ১২ হাজার রোহিঙ্গা।

রোববার (৫ মার্চ) আগুন পুড়ে গেছে ক্যাম্পের দুই হাজার শেল্টারঘর। ফলে রাতে ভুক্তোভোগীরা তাবু ও আশপাশের ক্যাম্পগুলোতে অবস্থান নেয়। আগুনে হতাহতের বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও অতিরিক্ত ধোঁয়ার কারণে অসুস্থদের বিভিন্ন এনজিও সংস্থার পক্ষ থেকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

পাশাপাশি, বিভিন্ন উন্নয়ন সংস্থার পক্ষ থেকেও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে রোহিঙ্গাদের মাঝে।

এটিএম/

Exit mobile version