গ্রিসে ট্রেন দুর্ঘটনার বিক্ষোভ আরও সহিংস রূপ ধারণ করেছে

|

গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে চলমান বিক্ষোভ আরও সহিংস রূপ ধারণ করেছে। রোববার (৫ মার্চ) রাজধানী এথেন্সে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের সাথে ব্যপক সংঘর্ষ হয় পুলিশের। এসময় আহত হয় সাত জন।

এ ঘটনায় আরও পাঁচ জনকে আটক করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানায়, ট্রেন দুর্ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবিতে রাজপথে নামে প্রায় বারো হাজার ছাত্র ও রেল কর্মচারী। তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানায় তারা। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। ফলে তারা পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে ফেললে শুরু হয় তুমুল সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, দফায় দফায় গ্রেনেড, টিয়ার শেল ও কামানের ব্যবহার করে পুলিশ। সে সময় পাল্টা আক্রমন করে আন্দোলনকারীরা। রাস্তায় পেট্রোল ও আগুন জ্বালিয়ে পুলিশের সাথে সংঘাতে জড়ায় তারা।

মুলতঃ গেলো সপ্তাহের মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করেই এমন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে দেশটিতে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply