Site icon Jamuna Television

শাহরুখ পত্নী গৌরির ডিজাইনকৃত ডাস্টবিন, দাম শুনলে চমকে যাবেন

গেলো কিছু দিন ধরেই আলোচনায় রয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। পেশায় ইন্টেরিওর ডিজাইনার ও ফ্যাশন ডিজাইনার তিনি। সম্প্রতি বিশ্বাস ভঙ্গের অভিযোগে মামলাও হয়েছে গৌরির বিরুদ্ধে। এবার যোগ হয়েছে নতুন বিতর্ক। গৌরির ডিজাইন করা ময়লায় বালতির দাম নাকি ১৫ হাজার রুপি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নেটিজেনরা ইতোমধ্যেই গৌরীকে নিয়ে ‘ট্রোল’ করতে শুরু করেছেন। আলোচনার কেন্দ্রে এখন গৌরীর তৈরি করা বিভিন্ন জিনিসের নকশা। নিজের নকশা করা জিনিসপত্র বিক্রির জন্য আলাদা সংস্থা আছে গৌরির। এ বার সেই সংস্থার দ্রব্যাদির চড়া দাম নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা।

একজন গৌরীর নকশা করা সামগ্রীর দাম তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেখানে দেখা যায় একটি ময়লা ফেলার বালতির দাম ১৫,০০০ রুপি। এই পোস্টের নিচে একজন মজা করে লিখেছেন, আরে ভাই, এই ডাস্টবিনের নকশা তৈরি করতে অনেক ঘণ্টা সময় খরচ করা হয়েছে, অনেক সাধনার পর গোরী এর নকশা তৈরি করেছেন বলে কথা— দাম তো হবেই। আরেকজন লিখেছেন, আমার বাড়িতে কুচিয়ে রাখা ৫০০ টাকার নোটগুলি ফেলার জন্য অবশেষে মনের মতো ডাস্টবিন খুঁজে পেলাম। গৌরী তোমাকে ধন্যবাদ।

এটিএম/

Exit mobile version