স্টাফ করেসপনডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ:
১১ বছর আগের চাঁপাইনবাবগঞ্জে মা-মেয়েকে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মাহবুব আলম নামে অপর একজন পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুরের কুমারপাড়ার রুবেল, হুমায়ন কবির ও মাহবুব আলম।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ৩১ আগস্ট রাতে আসামিরা কুমাপাড়ার নাসিরুদ্দীনের স্ত্রী নাসিমা বেগম ও মেয়ে শিশু নিলাকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গলাকেটে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন পুলিশ নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ ও হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। পরে নাসিমার বাবা তৈমুর রহমান বাদী হয়ে সদর থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের সময় নাসিমার স্বামী সৌদি আরবে ছিলেন।
মামলা চলাকালীন এক আসামির মৃত্যু হয়। বাকি ৫ আসামির মধ্যে দোষ প্রমাণিত না হওয়ায় দুইজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম।
ইউএইচ/
Leave a reply