কূটনৈতিক ব্যর্থতার কারণে নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলাদেশের পক্ষে কোনো সিদ্ধান্ত আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, সরকারের ব্যর্থতার কারণেই রোহিঙ্গা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে সারাবিশ্ব সোচ্চার হলেও সরকারের ভূমিকা নতজানু বলে মন্তব্য করেন, তিনি। বলেন, বর্তমান সংকটে বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হলেও, সরকার তাতে সাড়া না দিয়ে একপক্ষ নীতি অবলম্বন করছে।
সম্প্রতি প্রধানমন্ত্র্রী শেখ হাসিনাকে ‘বিশ্ব শান্তির অগ্রদূত ও বিশ্ব মানবতার বাতিঘর’ অভিহিত করে ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যে জাতি লজ্জা পেয়েছে উল্লেখ করে রুহুল কবীর রিজভী বলেন, ‘৭২-৭৫ এ দেশে যখন দুর্ভিক্ষ চলছিল তখন বর্তমান প্রধানমন্ত্রীর পিতাও শান্তির জন্য জুলি ও কুরি পদক পেয়েছিলেন। তখন মানুষ বলতো, শেখ মুজিবের মাথায় জুলি ও কুরি, আমরা সবাই ভাতে মরি। এখন রক্তাক্ত দু:শাসনের ওপর দাঁড়িয়ে শেখ হাসিনা শান্তির দূত হয়েছেন।’
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply