রেকর্ডবুক ওলটপালট করে ম্যাচ জেতালেন সাকিব

|

প্রথম দুই ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণের পর অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ। বলা বাহুল্য রেকর্ডবুক ওলটপালট করে টাইগারদের জয়ের নায়ক সাকিব আল হাসান। ৭৫ রানের দারুণ ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। সেটি পাঁচই হয়ে গিয়েছিল। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ইংল্যান্ডের জফরা আর্চার।

ম্যাচে নিজের চতুর্থ উইকেট তুলে নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েছেন সাকিব। বিশ্বের ১৪তম বোলার ও ষষ্ঠ স্পিনার হিসেবে ৩০০ উইকেটের রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার। এজন্য খেলেছেন ২২৭ ওয়ানডে। একই দিনে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯৪টি অর্ধশতকের রেকর্ডও গড়েছেন সাকিব, পেছনে ফেলেছেন তামিম ইকবালকে।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামে ইংলিশ ব্যাটার রেহান আহমেদের উইকেট নেয়ার মধ্য দিয়ে ৩০০ ওয়ানডে উইকেটের রেকর্ড স্পর্শ করেন সাকিব। ওয়ানডেতে ৬০০০ রান ও ৩০০ উইকেট শিকারী অলরাউন্ডারের তালিকায় সনাৎ জয়সুরিয়া ও শহিদ আফ্রিদীর পরই অবস্থান সাকিবের। তবে, জয়সুরিয়ার চেয়ে ১৭০ ম্যাচ কম ও আফ্রিদির চেয়ে ৮৭ ম্যাচ কম খেলে এ এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব।

সাকিব যেন নিজেই নিজের প্রতিযোগী। ওয়ানডে ক্রিকেটে একই ম্যাচে ৫০ রান ও ৩ উইকেট শিকার করেছেন ৯ বার। যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের তকমা ছাপিয়ে ক্রিকেট বিশ্বের ‘অলরাউন্ডারদের এলিট অ্যাম্বাসেডর’ হয়ে উঠেছেন সাকিব সেটি আর না বললেও চলছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply