চীন প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে

|

প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। এই খাতে গত বছরের তুলনায় ৭ শতাংশের বেশি খরচ বাড়াচ্ছে দেশটি। সোমবার (৭ মার্চ) ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) চীন সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। খবর বিবিসির।

যদিও গত এক দশক ধরে দেশটি প্রতিবছর প্রতিরক্ষা ব্যয় আগের বছরের চেয়ে প্রায় ১০ শতাংশ করে বাড়িয়েছে। এবার চীনের প্রতিরক্ষা ব্যয় গত বছরের চেয়ে বাড়ানো হলেও বার্ষিক প্রবৃদ্ধির সঙ্গে সেটির সামঞ্জস্য রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, চীন তাদের প্রতিরক্ষা ব্যয় যা দেখায়, প্রকৃত ব্যয় তার থেকে বেশি।

উল্লেখ্য, চীন অর্থনৈতিকভাবে যত শক্তিশালী হচ্ছে, বিভিন্ন দেশের সঙ্গে তাদের বিরোধ তত বাড়ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply