ঢাকাই সিনেমার বর্তমান সময়ের বেশ আলোচিত অভিনেত্রী পূজা চেরী আসছেন নতুন রূপে। এবার তাকে দেখা যাবে ‘পরি’ লুকে। তার সাথে আছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান! একটি ওটিটি প্ল্যাটফর্মে আগামী বুধবার (৮ মার্চ) মুক্তি পাবে মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘পরি’। এরইমধ্যে মুক্তি পেয়েছে ‘পরি’র ট্রেলার।
ট্রেলারে দেখা গেছে, পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে যায় এক বাংলাদেশি মেয়ে। সে দেশে ফিরতে চায়। কিন্তু, চাইলেই কী আর ফেরা যায়? তার জীবনে যেনো নেমে আসে অদ্ভুত এক আঁধার। সে আঁধারে আলো জ্বালাতে আসেন আরেক তরুণ।
প্রশ্ন হলো, জনপ্রিয় এ তারকা অভিনেতা কি বাস্তবে হতে পারবে নায়ক? মেয়েটি কি ফিরতে পারে নিজ দেশে? প্রশ্নগুলোর উত্তর মিলবে ওয়েব ফিল্ম ‘পরি’তে। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। রয়েছেন আরো অনেকেই। রায়হান খানের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদুর রহনাম হিমি।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পরি’র ট্রেলার! দেয়ালে পিঠ ঠেকে গেলে লড়াই অবধারিত। কিন্তু কী সেই লড়াই, তা জানা যাবে আন্তর্জাতিক নারী দিবসে ওটিটিতে পরি মুক্তির পরই।
/এসএইচ
Leave a reply