গভীর রাতে মিরপুরের ১০ তলা ভবনে আগুন, আহত ৪

|

মিরপুরের কালশীতে দশতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ মার্চ) দিবাগত রাত একটার দিকে লাগা এই আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ভবনের ৫ তলায় লাগে আগুন। তবে সেখান থেকে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত চারজনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

সোমবার গভীর রাতে মিরপুরের কালশী এলাকার মাটিকাটা রোডের এই ভবনে ঘটে অগ্নিকাণ্ড। আগুন নেভাতে প্রথমে আসে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে আরও দু’টি ইউনিট যোগ হয়। আধা ঘণ্টার চেষ্টায়তেই আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ভবনটিতে অগ্নিনির্বাপনের কোনো সরঞ্জাম ছিল না। আগুন লাগার সাথে সাথেই ভবনটির অনেকেই বেরিয়ে আসেন। যে ফ্লোরে আগুন লাগে সেখান থেকে আমরা ৪ জনকে উদ্ধার করি।

তদন্ত শেষে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply