খাগড়াছড়ির দীঘিনালায় ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক নদীতে

|

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি ব্রিজ ভেঙে দীঘিনালা-রাঙ্গামাটির বাঘাইছড়ি সড়কে বাস ও পণ্যবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। একইসাথে সাজেক আসা-যাওয়া পর্যটকদের ঘণ্টা খানেক বাড়তি সময় লাগছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দীঘিনালা হয়ে বাঘাইছড়িমুখী পাথর বোঝাই একটি ট্রাক মাইনি ব্রিজ পার হওয়ার সময় মাঝপথেই ব্রিজের একপাশ ভেঙ্গে নদীতে উল্টে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর উভয়মুখী চলাচলকারী প্রায় শ’ খানেক ছোট-বড় যানবাহন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের বাস ও পণ্যবাহী ট্রাক পরিবহন। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম জানান, আপাতত পর্যটন কেন্দ্র সাজেকের পর্যটকবাহী গাড়িসহ স্থানীয়দের বিকল্প থানা বাজার সেতু দিয়ে যান চলাচল করতে হবে। ভেঙে যাওয়া মাইনি ব্রিজ দ্রুত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী) সবুজ চাকমা জানিয়েছেন, মাইনি ব্রিজটি সেনাবাহিনীর ২০ ইসিবি ইঞ্জিনিয়ারিং কোর ব্যাটালিয়নের তত্ত্বাবধানে রয়েছে। পর্যটকদের বিকল্প পথে যাতায়াতে অসুবিধা হবে না বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply