বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণেই সব ধরনের নির্দেশনা দিয়ে গেছেন: আ ক ম মোজাম্মেল হক

|

বঙ্গবন্ধু জানতেন তাকে গ্রেফতার বা হত্যা করা হবে। সেজন্য ৭ মার্চের ভাষণে সব ধরনের নির্দেশনা দিয়ে গেছেন তিনি। এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (৭ মার্চ) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

একই অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ৭ মার্চের ভাষণ ছিল বাঙালি জাতির আবেগ, স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষার মহাকাব্য।

সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ২০২৩। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক মার্চের ভাষণ নিয়ে আলোচনা করেন তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply