দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মেসেজ সরকার বুঝতে পেরেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বলেছেন, আন্দোলনকারীদের সব দাবি মেনেই দোষীদের আইনের মাধ্যমে কঠোর সাজা দেয়া হবে। একই সাথে শিক্ষার্থীদের অবরোধ তুলে ঘরে ফেরারও আহ্বান জানিয়েছেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আজ থেকে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
দুপুরে সচিবালয়ে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক, আমরা সবগুলো মেনে নিয়েছে। বাস্তবায়ন করতে কাজ চলছে। ফিটনেস পরীক্ষার পাশাপাশি লাইসেন্স লাইসেন্স ছাড়া সড়কে গাড়ি চলবে না বলেও জানান মন্ত্রী। গত কয়েক দিনে প্রায় ৩০৯টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে বলে শঙ্কার কথা জানিয়ে শিক্ষার্থীদের ঘরে ফেরাতে অভিভাবক-শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, জ্বালাও পোড়াওয়ে একই কুচক্রী মহল শিক্ষার্থীদের ব্যবহার করেছে। অবরোধ স্থায়ী হলে স্বার্থান্বেষী মহল ফায়দা নেয়ার চেষ্টা করবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Leave a reply