গার্মেন্টস শিল্পের কারণেই দেশ উন্নত হয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী

|

গার্মেন্টস শিল্পের কারণেই দেশ উন্নত হয়েছে। এর কারণেই বেকারত্ব অনেকাংশে দূর হয়েছে। শিল্পক্ষেত্রে শক্তিশালী হয়েছে ব্যাকওয়ার্ড লিংকেজ, এমন মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মঙ্গলবার (৭ মার্চ) যমুনা ফিউচার পার্কের নওয়াব হলে আয়োজিত বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (বাগমা) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বাগমা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোলাম দস্তগীর গাজী। আগামী দিনে বৃহৎ পরিসরে জনশক্তি গড়ে তুলতে বাগমা ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply