‘জনপ্রতিনিধিদের সপ্তাহে তিনদিন গণপরিবহনে যাতায়াত’

|

জনপ্রতিনিধিদের সপ্তাহে তিনদিন গণপরিবহনে যাতায়াত করতে হবে। মিরপুর ১৩ তে আন্দোলনরত এক শিক্ষার্থীকে এরকম একটি প্লাকার্ড নিয়ে আন্দোলন করতে দেখা গেছে। এই দাবি অনেক শিক্ষার্থী যৌক্তিক মনে করছেন। তারা মনে করছেন গণ প্রতিনিধিরা যদি গণপরিবহনে উঠেন তাহলে এর দূরাবস্থা সম্পর্কে বুঝতে পারবে। তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।

গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর (ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিবহনের একটি বাস। এতে দুইজন শিক্ষার্থী মারা যায়।

এরপর থেকে দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় চতুর্থ দিনের মতো রাজধানীজুড়ে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

আজ যাত্রাবাড়ি, মিরপুর, ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ, মিরপুর, সায়েন্সল্যাব ও উত্তরায় বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থীদের ভাঙচুর ও মোবাইল কোর্টের অভিযান এড়াতে রাজধানীর প্রায় সব রুটেই বাস চলাচল সীমিত বা পুরোপুরি বন্ধ রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply