লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ১০টি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১ জেলে নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১ জন। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। কোস্টগার্ড জানিয়েছে, এ পর্যন্ত ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় জেলেরা জানায়, রামগতির বয়ারচর ও চরগজারিয়া এলাকার মেঘনা নদীতে মাছ শিকারে গিয়েছিল এই জেলেরা। ভোররাতের দিকে ঝড়ের কবলে পড়ে জেলেদের ১০টি নৌকা ডুবে যায়। এতে বাবলু নামে এক জেলে মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ।
টিবিজেড/
Leave a reply