গুলিস্তানে বিস্ফোরণ: মারা গেছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানিকগঞ্জের বাবুল

|

ওবায়দুল হাসান বাবুল। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মানিকগঞ্জের ওবায়দুল হাসান বাবুল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার চর বেউথা গ্রামের মৃত শেখ সাহেব আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত বাবুল ঢাকায় প্রেস প্রিন্টিং সাপ্লায়ার হিসাবে কাজ করতেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। বুধবার (৮ মার্চ) সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

সকাল ৭টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, বাবুলের বাড়িতে এলাকাবাসী ও স্বজনদের ভিড়। বাড়ির আঙ্গিনায় খাটিয়ায় মরদেহ রাখা ছিল। এ সময় স্ত্রী-সন্তান আর স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় আঙ্গিনাজুড়ে।

স্বজনরা জানান, বাবুলের এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে হয়েছে। ছেলে মাদরাসায় পড়ালেখা করে। ব্যক্তিগত জীবনে খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন বাবুল।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply