বাংলাদেশিদের অবৈধ পথে বিদেশে না যেতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের দোহায় প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় এই আহ্বান জানান তিনি।
এ সময় প্রবাসীদের বৈধ পথে দেশে টাকা পাঠানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। অবৈধ পথে অর্থ পাঠানোর ক্ষতির বিষয়ে অবহিত করে শেখ হাসিনা বলেন, সরকার সব সুবিধা দেয়ার পরও কিছু মানুষ দালাল ধরে সর্বস্বান্ত হয়। তাই ঝুঁকি নিয়ে কাউকে বিদেশ না যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রবাসীরা যে দেশে থাকবে, সেই দেশের আইন না মানলে তার দায়িত্ব কেউ নেবে না বলেও উল্লেখ করেন সরকার প্রধান।
স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গত ৪ মার্চ কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। আজ বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে সফর শেষে ঢাকায় ফিরছেন তিনি।
/এমএন
Leave a reply