ট্রেন দুর্ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে উত্তাল গ্রিস

|

ছবি : সংগৃহীত

ট্রেন দুর্ঘটনার ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল গ্রিস। বুধবার (৮ মার্চ) দ্বিতীয় বৃহত্তম নগরী থেসালোনিকি ছাড়াও বিভিন্ন শহরে রাস্তায় নামেন ৬০ হাজারের বেশি মানুষ। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, প্রশাসনিক বিভিন্ন স্থাপনায় লাল রঙ ছিটিয়ে দেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, মারাত্মক এ ট্রেন দুর্ঘটনা এবং বিপুল সংখ্যক প্রাণহানির জন্য সরকার দায়ী। এসময় তারা দায়ীদের যথাযথ শাস্তি দেয়ার দাবি করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার লোক দেখানো তদন্ত করছে। এমনকি ভুক্তভোগী পরিবারগুলোকে ন্যূনতম ক্ষতিপূরণও দেয়া হয়নি ।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের প্রায় সবাই পরিবহন শ্রমিক, শিক্ষক ও শিক্ষার্থী। তাদের ঠেকাতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। চালায় ধরপাকড়ও।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি গ্রিসে কর্মকর্তাদের গাফিলতির কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় প্রাণ হারান কমপক্ষে ৫৭ জন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply