ঝিনাইদহে ২ ডাকাত সর্দার গ্রেফতার

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ২ ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট। বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত সর্দার শহিদুল শেখ গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার চরবাহারা গ্রামের সেকেন শেখের ছেলে এবং ডাকাত দলের মেডিসিন মাস্টার ফিরোজ ফকির পিরোজপুর জেলার হরিনাগাজীপুর গ্রামের আহম্মদ আলী ফকিরের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খালিদ হাসান ও সহকারী উপ-পরিদর্শক এখলাস জানান, গেল জানুয়ারি মাসের ২০ তারিখ রাতে সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে এবং ফেব্রুয়ারি মাসের ১ তারিখ রাতে শহরের পবহাটি এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় সদর থানায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে মামলা করা হয়।

মামলার পলাতক আসামি ডাকাত সর্দার শহিদুল ও মেডিসিন মাস্টার ফিরোজ ফকির মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। পরে বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাদের ওই এলাকা থেকে গ্রেফতার করে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply