মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসে আগুন

|

আধা ঘণ্টার চেষ্টায় বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা।

মুন্সীগঞ্জ প্রতিনিধি: 

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ষোলঘর নতুন বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গামুখী প্রচেষ্টা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব-১৪-৬৯৯৫) এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রীছাউনীর কাছাকাছি পৌঁছানোর পর বাসটির ইঞ্জিনে আকস্মিকভাবে আগুন ধরে যায়। আগুন দ্রুত বাসের সর্বত্র ছড়িয়ে পড়ে। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্বপন মিয়া (৪৫) নামের এক আহত বাস যাত্রী জানান, ইঞ্জিন কভারে ধোঁয়া দেখে যাত্রীরা চালককে বাস থামাতে বললেও সে গ্রাহ্য করেনি। পরে মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায়। আমার মতো অনেক যাত্রীই জানালা দিয়ে লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম লিডার সেলিম রেজা বলেন, প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply