রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো উইমেন মিনি ম্যারাথন ২০২৩। শুক্রবার (১০ মার্চ) সকালে ঢাকার পুলিশ প্লাজা থেকে শুরু হয় সাড়ে সাত কিলোমিটারের এই মিনি ম্যারাথন।
এতে বাংলাদেশের পাশাপাশি চীন, জাপানসহ পাঁচ দেশের প্রতিযোগীরা অংশ নেন। প্রথম থেকে তৃতীয় পর্যন্ত যারা ফিনিশার হয়েছেন তারা প্রত্যেকেই বাংলাদেশের নারী। প্রথম ফিনিশার হয়েছেন পাপিয়া খাতুন, তিনি ৩৩ মিনিটে সাড়ে সাত কিলোমিটার শেষ করেন। দ্বিতীয় ফিনিশার হামিদা আক্তার ৩৫ মিনিটে আর তৃতীয় স্থান অধিকারী নার্গিস জাহানের সময় লাগে ৩৮ মিনিট।
বিজয়ীদের যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকার পুরস্কার দেয়া হয়। এই আয়োজনের মাধ্যমে নারীর প্রতি সমতা, স্বাস্থ্য সচেতনতা তৈরিসহ বেশ কিছু বার্তা প্রদান করা হয়।
/এমএন
Leave a reply