ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ‘দুর্বলতা’ খুঁজে পেয়েছেন কোচ সালাহউদ্দিন

|

রঞ্জন শান্ত:

ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে বড় ধরনের দুর্বলতা খুঁজে পেয়েছেন বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। মাত্র চারজন ব্যাটারকে ইনফর্ম মনে হয়েছে দেশসেরা কোচের কাছে। আর সেই ত্রুটিকে খুব ভালভাবে কাজে লাগিয়েছেন বাংলাদেশের বোলাররা; যারা ইংলিশদের চেয়ে এগিয়েছিল কন্ডিশন বোঝা এবং ব্যবহারে। এর আগে দেশি ক্রিকেটারদের সমালোচনা করলেও এই দফা লড়াকু মনোভাবে দারুণ খুশি সালাহউদ্দিন।

‘এদেশে অনেকে হয়তো মাথা দিয়ে খেলে, অনেকে খেলে না। বেশিরভাগই মাথা ছাড়া খেলে। যেদিন দেখে প্রশ্ন কমন পড়ে গেছে, সেদিন ভালো খেলে; যেদিন পড়ে না সেদিন ভালো খেলে না। খুবই হতাশাজনক। আপনি যখন ১০/১২ বছর ক্রিকেট খেলছেন তখন সামান্য কাণ্ডজ্ঞান থাকা উচিত, কখন কী করতে হবে।’- কথাগুলো কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। বাংলাদেশের ক্রিকেট নিয়ে তিনি বরাবরই বলে থাকেন সোজাসাপ্টা কথা।

শিষ্যরা এই মুহূর্তে আছে ইংলিশ বধের লড়াইয়ে। ২-১’এ ওয়ানডে সিরিজ হারলেও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে সাগরিকায় স্বপ্নের শুরু পেয়েছে সাকিব বাহিনী। টি-টোয়েন্টির আগ্রাসী মানসিকতা কিংবা কমপ্লিট টিম গেম- সবই ছিল ইংলিশদের বিপক্ষে ৬ উইকেটে জয়ের ম্যাচে। ক্রিকেটটা এবার কি তাহলে মাথা দিয়ে খেলেছে টাইগাররা; সে প্রসঙ্গে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমি বলবো বাংলাদেশ খুবই ভালো ম্যাচ জিতেছে। ইংল্যান্ডের মতো দলের সাথে টি-টোয়েন্টি ম্যাচ জেতা অবশ্যই ভালো ব্যাপার। ছেলেরা ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। আমরা দেখেছি, তাদের শটের রেঞ্জও অনেক বিস্তৃতি। এটা খুবই ভালো দিক। যেহেতু বিপিএলে উইকেট ভালো ছিল, ছেলেরাও ছিল আত্মবিশ্বাসী। আমাদের ছেলেদের শট খেলার ক্ষমতা আগেও ছিল। কিন্তু আমরা সাহস পেতাম না। বিপিএলের ভালো উইকেটে শট খেলার সাহস তারা পেয়েছে।

শেষ দুই ম্যাচ বাংলাদেশের সবচেয়ে চেনা মিরপুরের মাটিতে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের সামনে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি। সাকিব-তামিমদের গুরু ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বলেন, আমার মনে হয়, বাংলাদেশের সিরিজটি জেতা উচিত। কারণ, ইংল্যান্ডে ব্যাটারের অভাব আছে। যত কথাই বলেন, ইংল্যান্ড মাত্র ৪ জন ব্যাটার নিয়ে খেলছে। এই সুযোগে আমাদের সিরিজ জেতা উচিত।

আরও পড়ুন: ক্ষিপ্ত হয়ে ভক্তকে ক্যাপ দিয়ে পেটালেন সাকিব

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply