মেক্সিকোতে সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র, ‘অপ্রয়োজনীয়’ বলেছেন মার্কিন রাষ্ট্রদূত

|

মেক্সিকোতে দুই মার্কিনিকে হত্যা এবং আরও দু’জনকে অপহরণের ঘটনায় প্রতিবেশী দেশটিতে সেনা মোতায়েনের দাবি তুলেছিলেন বেশ কয়েকজন মার্কিন আইনপ্রনেতা। তবে শুক্রবার (১০ মার্চ) এ পদক্ষেপ অপ্রয়োজনীয় বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন সালাজার। খবর ওয়াশিংটন পোস্টের।

অপ্রীতিকর ওই ঘটনার জেরে মেক্সিকো প্রশাসন এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এর আগে মার্কিন আইনপ্রনেতাদের এ আহ্বানের তীব্র নিন্দা জানান মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস লোপেজ। এ পদক্ষেপকে সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে আখ্যা দেন তিনি।

কেন সালাজার বলেন, কোনো সামরিক অভিযানে এই সমস্যার সমাধান আসবে না। এই পদক্ষেপ পুরোপুরিই অপ্রয়োজনীয়। বরং দলগত সহিংসতা দমনে দুই দেশের নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করতে পারে।

প্রসঙ্গত, গত ৩ মার্চ মাতামোরোস শহরে চার মার্কিন নাগরিকের একটি দলের ওপর গুলি চালানো হয়। এতে প্রাণ হারান দু’জন। বাকি দু’জনকে অপরহরণ করে সন্ত্রাসীরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply