ইরানের বিরুদ্ধে এবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিল ইসরায়েল। ‘বাবেল মান্দেব প্রণালী’ দিয়ে সৌদি আরব তেল রফতানি বন্ধ ঘোষণার পরই এলো এ হুঁশিয়ারি।
বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেন, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌ-পথটি বন্ধের চেষ্টা করছে ইরান। প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের হুমকি দেন নেতানিয়াহু। এ ব্যপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। গেলো সপ্তাহেই বাবেল মান্দেব দিয়ে সব ধরনের তেল রফতানি স্থগিত করে রিয়াদ। দুটি তেলবাহী সৌদি জাহাজে হুতি বিদ্রোহীদের হামলার পর আসে এ সিদ্ধান্ত। হুতিদের সমর্থন দেয়া নিয়ে ইরানের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে সৌদি আরবের।
Leave a reply