দিনাজপুরের পুতুল তৈরির গ্রাম, সুতা-তুলার বুননে জন্ম নিচ্ছে সাবলম্বী হওয়ার গল্প

|

দিনাজপুরের চিরিরবন্দরের হাজারো নারীর জীবন পাল্টে দিয়েছে সুতা ও তুলা দিয়ে তৈরি পুতুল। প্রত্যন্ত অঞ্চলের আবদুলপুর গ্রামে তৈরি এসব নজরকাড়া ডিজাইনের পুতুল রফতানি হচ্ছে যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশে। পরিচিতি পেয়েছে পুতুল তৈরির গ্রাম হিসেবেও। এই পুতুল গড়েই স্বাবলম্বী হচ্ছেন নারীরা।

নারীদের কাজের সুযোগ তৈরি করতে গ্রামটিতে গড়ে উঠেছে এবি ক্রুসেড নামের একটি প্রতিষ্ঠান। নারী ও কিশোরীরা ঘরের কাজ বা পড়াশোনা শেষে একসাথে পুতুল তৈরির কাজে বসেন। আশেপাশের গ্রাম থেকেও অনেকে আসেন কাজের সন্ধানে।

পরিবারের বাড়তি উর্পাজনের সুযোগ পেয়ে খুশি স্থানীয় নারীরা। তারা বলছেন, এই কাজে নিযুক্ত হওয়ার পর সংসারে স্বচ্ছলতা এসেছে। প্রয়োজন অনুসারে সন্তানদের শিক্ষার খরচও মেটানো যাচ্ছে।

এসব পুতুল এখন রফতানি হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি দেশে। শুধু আবদুলপুর নয়। উপজেলার বিভিন্ন গ্রামে পুতুল তৈরির কার্যক্রম ছড়িয়ে দিতে চায় এবি ক্রুসেড। এ নিয়ে উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও চলছে।

এবি ক্রুসেডের কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, এখানে অন্তত ৫০০ জন নারী-কিশোরীরা কাজ করছেন। দুজন সুপারভাইজারের নেতৃত্বে নিয়মিত তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

তবে আরও উন্নতমানের প্রশিক্ষণের সুযোগ তৈরির দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। চিরিরবন্দর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন বলেন, দক্ষ কর্মী গড়ে তোলার মাধ্যমে এই শিল্পের বিকাশ ঘটানো সম্ভব। এতে আরও কাজের সুযোগ তৈরি হবে। পুতুল তৈরির কাজে ভালো প্রশিক্ষণ দিলে এই মেয়েরা আরও এগিয়ে যাবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply