সাইক্লোন ইয়াকুর তাণ্ডবে বিপর্যস্ত পেরু, নিহত ৬

|

প্রলয়ংকারী সাইক্লোন আর বন্যায় বিপর্যস্ত পেরুর উত্তরাঞ্চল। এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর দ্য গার্ডিয়ানের।

জাতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, শুক্রবার (১০ মার্চ) থেকেই উপকূলে ঘণীভূত হচ্ছিলো সাইক্লোন ইয়াকু। সেদিনই ভূখণ্ডে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। দেখা দেয় ভয়াবহ বন্যা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পিউরা, টাম্বেস ও ল্যাম্বাইয়েক রাজ্য। সেখানে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চালানোর জন্য প্রশাসন জারি করেছে জরুরি অবস্থা।

আশঙ্কা করা হচ্ছে, পানির স্রোতে ভেসে গেছেন বহু মানুষ। অর্ধ শতাধিক মানুষের নিখোঁজের খবর জানিয়েছে স্থানীয়রা। এরইমধ্যে দুর্গত এলাকাগুলো সফর করেছেন প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে। পর্যাপ্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। লাতিন দেশটিতে চলতি বছরই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৮ জন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply