‘ইইউ’র প্রতিনিধি দলকে জানানো হয়েছে, আ. লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না’

|

আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানানো হয়েছে। এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ মার্চ) সকালে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইইউ ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলির বাসায় বৈঠক শেষে এ কথা জানান তিনি।

আমির খসরু বলেন, এই সরকারের অধীনে বিএনপি কেন নির্বাচনে যাবে না তার প্রেক্ষাপট পরিষ্কার করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply