গত ২৯ জুলাই জাবালে নূরের পরিবহনের একটি গাড়ির চাপায় ২ শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে সাত দফা দাবি নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
আজ সকালে সাইন্স ল্যাবরেটরিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার সময় পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানায়। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশকে হাতে হাতে ফুল দেয় শিক্ষার্থীরা। পুলিশ সদস্যরাও তা গ্রহণ করেন। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়ে। এর কার্যক্রমের জন্য অনেক নেটিজেন প্রশংসাসূচক মন্তব্য করেন।
এই ভিডিওর নিচে বিনু রাজিয়া নামে একজন মন্তব্য করেন, কি সুন্দর ব্যবহার ছেলেমেয়েগুলার, সবাই একটা একটা নেন স্যার।
গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর (ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিবহনের একটি বাস। এতে দুইজন শিক্ষার্থী মারা যায়।
এরপর থেকে দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় ৫ম দিনের মতো রাজধানীজুড়ে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
Leave a reply