স্নায়ু ধরে রেখে খেলার চেষ্টা করেছি; সাকিবের মন্তব্য

|

সাকিব আল হাসান। ফাইল ছবি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেট ও ৭ বল হাতে রেখেই ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মতো সিরিজ নিজেদের করে নিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ। ম্যাচ জয়ের পর তিনি বলেন, ইংল্যান্ডের শুরুটা ভালো হয়েছিল। কিন্তু আমরা স্নায়ু ধরে রেখে খেলার চেষ্টা করেছি।

ফিল সল্ট ও বেন ডাকেটের ব্যাটে ইংল্যান্ডের সূচনা খুব একটা মন্দ ছিল না। তবে বাংলাদেশ এরপর দারুণভাবেই ঘুরে দাঁড়ায়। সে প্রসঙ্গে সাকিব আরও বলেন, পুরো দলই শতভাগ উজাড় করে খেলেছে। সবাই সবার জায়গা থেকে দারুণ করেছে। এরকম একটি কৌশলী ম্যাচে নিজেদের স্নায়ু ধরে রাখাটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমরা সেটাই করতে পেরেছি।

নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, দুর্দান্ত! দলের জন্য অসাধারণ ব্যাট করেছে শান্ত ও মিরাজ।

আরও পড়ুন: শান্তর ব্যাটে বিশ্ব চ্যাম্পিয়নদের দর্পচূর্ণ; টাইগারদের সিরিজ জয়

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply