নিজের শহর বানাচ্ছেন ইলন মাস্ক! কারা থাকবেন সেখানে?

|

টেসলা ও স্পেস এক্সের নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক টুইটার কেনার পর এবার এগোচ্ছেন নতুন পরিকল্পনা নিয়ে। জানা গেছে, নতুন একটি শহর বানানোর পরিকল্পনা করছেন এই টুইটার মালিক। জমি-জমা কেনা হয়ে গিয়েছে। বাকি আছে শুধু কিছু কাগজ পত্রে সই-স্বাক্ষরের কাজ। খবর ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের।

সংবাদ সূত্রের খবর, শহরটি তৈরি করছেন ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের টেক্সাসে। সাড়ে তিন হাজার একর জমি কেনা হয়ে গেছে। শরের নাম হবে স্নেইল্ব্রুক। সেখানে তৈরি করা হবে ১১০টির মতো বাড়ি। ৮০০ ডলার থেকে শুরু হবে ফ্ল্যাট ভাড়া।

থাকার জায়গার পাশাপাশি, ওই শহরে থাকবে কর্মীদের নানারকম খেলাধুলা মনোরঞ্জনের ব্যবস্থাও। এছাড়া একটি শহরের প্রয়োজনীয় সমস্ত সুবিধাও থাকবে সেখানে। পাশাপাশি মাস্কের সমস্ত সংস্থার দফতরও থাকবে ওই এলাকার কাছাকাছি।

তবে যে কেউ চাইলেই থাকতে পারবেন না সেই শহরে। মূলত শহরটি তৈরি করা হচ্ছে তার কোম্পানির কর্মচারীদের জন্য। যাতে তারা সেখানে থেকে কাজ করতে পারেন।

তবে স্থানীয় বাসিন্দারা পরিবেশ দূষণ নিয়ে উদ্বিগ্ন। শহর স্থাপনের ফলে সেখানকার কলোরাডো নদীতে প্রায় ৫ লক্ষ ৩০ হাজার বর্জ্য গিয়ে পড়বে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply