Site icon Jamuna Television

ভারতকে অস্কার এনে দিলো স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ভারতের হয়ে অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। গুনিত মোঙ্গা প্রযোজিত তামিল ভাষার ছবিটি সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোয়ন পেয়েছিল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এই ক্যাটাগরিতে ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’ই অস্কার পাওয়া প্রথম কোনো ভারতীয় তথ্যচিত্র। তথ্যচিত্রটি মূলত একটি অনাথ হাতি শাবককে নিয়ে। এক আদিবাসী দম্পতি বোম্যান এবং বেলির পরম যত্নে বেড়ে ওঠা নিয়ে সাজানো হয়েছে এর গল্প। ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় তথ্যচিত্রটি।

‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ পরিচালনা করেছেন কার্তিকি গনসালভেস। তথ্যচিত্রটির সাথে মনোনয়ন পেয়ছিল ‘হল আউট’, ‘হাউ ডু ইউ মেজার অ্যা ইয়ার?’, ‘দ্য মারথা মিশেল ইফেক্ট’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’।

এটিএম/

Exit mobile version