Site icon Jamuna Television

জল্পনাই হলো সত্যি, অস্কার পেলো ‘নাটু নাটু’

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিহানাকে টেক্কা দিয়ে অস্কার জিতে নিলো ভারতীয় ছবি ‘আরআরআর’র গান নাটু নাটু। সেরা মৌলিক গানের বিভাগে পেয়েছে পুরস্কারটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিলেন এম এম কীরাবাণী। তে‌লুগু ছবির ইতিহাসে নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান।

পুরস্কার গ্রহণের সময় মঞ্চে উপস্থিত ছিলেন কীরাবাণী। এসময় সবাইকে নমস্কার জানিয়ে তিনি বলেন, গানটি ভারতের গর্ব। আরও বলেন, আমার মনে শুধু একটি প্রার্থনা ছিল যেন গানটি অস্কার পায়। এই পুরস্কারটি আমাকে পৃথিবীর চূড়ায় পৌঁছে দিয়েছে।

শুধু তাই নয় ‘নাটু নাটু’ গানটির গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব অস্কারের মঞ্চে গানটি লাইভ গেয়ে শোনান।

এটিএম/

Exit mobile version