দুদকের মামলায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে অর্থদণ্ড

|

সাবেক স্পিকার ও বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

দুদকের করা মামলায় সাবেক স্পিকার ও বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে ২৭ লাখ ৮৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ মার্চ) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এই আদেশ দেন। তবে জানা গেছে, আজই জরিমানার টাকা দেয়ার কথা জানিয়েছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এরইমধ্যে তিনি সোনালী ব্যাংকের চালান কপি পূরণ করার কথা জানিয়েছেন।

জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসা ভাতার নামে অর্থ বরাদ্দের অভিযোগে জমির উদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালে আগারগাঁও থানায় পৃথক পাঁচটি মামলা করে দুদক। এর মধ্যে একটি মামলায় জমির উদ্দিন সরকারকে চিকিৎসা ভাতা হিসেবে নেয়া ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা সরকারি কোষাগারে জরিমানা হিসেবে জমা দেয়ার নির্দেশ দেন আদালত। এ মামলায় জরিমানার টাকা জমা দিলে বাকি চার মামলা থেকেও তিনি অব্যাহতি পাবেন বলে আদেশে উল্লেখ করেন বিচারক।

আরও পড়ুন: সাংবাদিক শাকিল হত্যাচেষ্টা মামলায় ৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply