পিএসজিতেই অবসর নিতে চান নেইমার

|

ছবি: সংগৃহীত

গণমাধ্যমে জোর আলোচনা, নেইমারকে বিক্রি করে দিতে যাচ্ছে পিএসজি। ক্লাব বিক্রির তালিকায় তার নাম তোলার পর নেইমারও নাকি নতুন ঠিকানার খোঁজে নেমে পড়েছেন। এমন গুঞ্জনও শোনা যায়, পিএসজি ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। এই জোর গুঞ্জনের মধ্যেই জনপ্রিয় ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক দিয়েছে নতুন এক খবর। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমটির দাবি, নেইমার পিএসজিতেই অবসর নিতে চায়।

সময়ের অন্যতম সেরা তিন তারকা মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে চলতি মৌসুমের শুরুটা দুর্দান্তই হয়েছিল পিএসজির। ২০২২ কাতার বিশ্বকাপের আগ পর্যন্ত ক্লাব পিএসজির জার্সিতে তিনজনই ছিলেন দুর্দান্ত ফর্মে। ফলে পিএসজিও ছুটছিল অপ্রতিরোধ্য গতিতে। কিন্তু বিশ্বকাপের মধ্য দিয়ে পিএসজির সেই সুখের দিন যেন ফুরিয়ে গেছে। বিশ্বকাপের পর ছন্দ হারিয়ে একের পর এক হারে পিএসজি এখন ধুঁকছে।

এখনও অবশ্য ফ্রেঞ্চ লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে তারকাসমৃদ্ধ পিএসজি। তবে বিশ্বকাপের পর নতুন বছরে লিগে আট ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে, একটিতে পুড়েছে ড্রয়ের হতাশায়। মানে, ২০২৩ সালে লিগে ৮ ম্যাচেই পয়েন্ট খুঁইয়েছে ১১টি। এছাড়া ফ্রেঞ্চ কাপের শিরোপা স্বপ্ন ভেঙে গেছে। সবচেয়ে বড় লক্ষ্য উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা স্বপ্নও চুরমার হয়ে যায় বায়ার্নের কাছে দুই লেগে হেরে।

ক্রীড়াভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানায়, নেইমার জুনিয়র প্যারিস সেন্ট জার্মেইতে তার ক্যারিয়ার শেষ করতে চায়। ২০১৭ সালে ফরাসি ক্লাবে যোগ দেয়া নেইমারের সাথে পিএসজির চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। নেইমার সেই চুক্তিকে সম্মান জানিয়ে ২০২৭ সাল পর্যন্ত পিএসজিতে থাকতে চান।

পিএসজিতে যোগ দেয়ার পর প্যারিসিয়ানদের হয়ে মাত্র ৫৪.৭% ভাগ ম্যাচ খেলতে পেরেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। কম ম্যাচে অংশগ্রহণ করলেও পিএসজির হয়ে সব প্রতিযোগিতায় ১৭৩টি ম্যাচ খেলে ১১৮টি গোল করেছেন নেইমার।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply