নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এবার যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ আন্দোলনের পঞ্চম দিন বিশ্ববিদ্যালয়ের সামনের ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় তারা। এসময় তারা শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান। একই সঙ্গে নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেন।
এর আগে গতকাল বিকালে ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছিলো।
গত রোববার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে তারা ঘটনার দ্রুত বিচারসহ সরকারের কাছে ৯ দফা দাবি উপস্থাপন করে।
Leave a reply