রাশিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং, উদ্দেশ্য কী?

|

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহে রাশিয়ায় সফরে যাওয়ার পরিকল্পনা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এ সফরের বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, এর আগে এক ভাষণে শি জিনপিংকে মস্কো সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এদিকে মাত্র কয়েক সপ্তাহ আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন অভিযোগ করে বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার কথা ভাবছে বেইজিং। যদিও মার্কিনীদের এমন অভিযোগ অস্বীকার করে আসছে চীন। তারপরও এমন অভিযোগের মুখে শি জিনপিং রাশিয়া সফর করলে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে দূরত্ব আরও বাড়বে।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ১২ দফা শান্তি প্রস্তাব দিয়েছে চীন। তবে তা প্রত্যাখ্যান করেছে ন্যাটো। চীনা রাষ্ট্রপতির এ সফরে ওই শান্তি প্রস্তাব নিয়েও আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিরপেক্ষ ভূমিকার দাবি করে মস্কোর পক্ষ নিয়ে আসছে চীন। সম্প্রতি ইউক্রেনে অস্ত্র সরবরাহ জোরদার করেছে পশ্চিমা দেশগুলো। এজন্য রাশিয়াকেও অস্ত্র সরবরাহ শুরু করবে কিনা এ সফরে তাও আলোচনায় থাকতে পারে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply