সাভারে ড্যাফোডিলের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়া, গাড়ি-দোকানপাট ভাঙচুর

|

ছবি : সংগৃহীত

সাভার প্রতিনিধি:

লেগুনা ভাড়া নিয়ে তর্কের জেরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে সাভারের খাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একাধিক গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আশুলিয়ার ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রদের সাথে লেগুনার শ্রমিকদের কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীদের মারধর করে লেগুনার শ্রমিকরা৷ পরবর্তীতে সন্ধ্যা ৮টার দিকে শিক্ষার্থীরা চারাবাগ মোড়ে এসে একপাশ থেকে সবাইকে মারধর করতে শুরু করে। পরে স্থানীয়রা বাধা দিলে বেধে যায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পরে ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধাওয়া-পাল্টাধাওয়ার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। বর্তমানে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক রয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply