ইন্দোরের উইকেট: ডিমেরিট পয়েন্ট মানতে নারাজ বিসিসিআই’র আপিল

|

ইন্দোরের উইকেট। ছবি : সংগৃহীত

ভারতের ইন্দোরের উইকেটকে বাজে আখ্যা দিয়ে ৩টি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রডস। কিন্তু বাজে আখ্যা ও ডি মেরিট পয়েন্ট মানতে নারাজ বিসিসিআই। এরই মধ্যে এই বিষয়ে আইসিসির কাছে আপিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিকে নিয়ম অনুযায়ী ৩টি ডিমেরিট পয়েন্ট বহাল থাকবে আগামী ৫ বছর। এই সময়ের মধ্যে আর ২টি ডিমেরিট পয়েন্ট পেলে পরবর্তী ১২ মাসের জন্য ইন্দোরে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না বিসিসিআই।

ডিমেরিট পয়েন্ট ১০ হলে ওই স্টেডিয়ামে দুই বছর বন্ধ থাকবে আন্তর্জাতিক ম্যাচ। এর আগে রাওয়ালপিন্ডি উইকেটকে বাজে আখ্যা দেয়া হলেও পিসিবির করা আপিলে তদন্ত করে শাস্তি প্রত্যাহার করে আইসিসি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply