রুশ-ইউক্রেন যুদ্ধের পরই ইউরোপে বেড়েছে অস্ত্র আমদানি

|

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই অস্ত্র আমদানি বেড়েছে ইউরোপের দেশগুলোতে। স্টকহোম ভিত্তিক গবেষণা সংস্থা এসআইপিআরআই তাদের নতুন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সেখানে জানানো হয়েছে, আগের বছরের তুলনায় ২০২২ সালে ইউরোপে অস্ত্র আমদানি প্রায় ৯৩ শতাংশ বেড়েছে। খবর ফ্রান্স ২৪ এর।

এরমধ্যে অস্ত্র আমদানিতে বিশ্বে তৃতীয় অবস্থানে পৌঁছেছে ইউক্রেন। ইউরোপে আমদানি হওয়া মোট অস্ত্রের ৩১ শতাংশই গেছে শুধু ইউক্রেনে, যা বৈশ্বিক মোট অস্ত্র সরবরাহের ৮ শতাংশ। ইউক্রেন যুদ্ধের পাশাপাশি পোল্যান্ড, নরওয়েসহ ইউরোপীয় দেশগুলো সামরিক ব্যয় বাড়ানোর কারণেও অস্ত্র আমদানি বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে ইউরোপের দেশগুলো অস্ত্র আমদানি বাড়িয়েছে ৪৭ শতাংশ। অন্যদিকে, ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো ওই পাঁচ বছরে অস্ত্র আমদানি বাড়িয়েছে ৬৫ শতাংশ। অন্যান্যবারের মতো এবারও অস্ত্র রফতানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র। আর অস্ত্র আমদানিতে শীর্ষে রয়েছে কাতার ও ভারত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply