Site icon Jamuna Television

শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক: বাণিজ্যমন্ত্রী

নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশনে বাস টার্মিনাল উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ছাত্ররা নিরাপদ রাজপথের জন্য যে আন্দোলন করছে সেটা যৌক্তিক। সুতরাং বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। শোকও প্রকাশ করেছেন। আমরা করেছি, আমাদের অনেকে করেছে। সুতরাং এটা নিয়ে কোন পলিটিক্স নেই। আর বিএনপি তো কোন কিছু নিয়ে পলিটিক্স করার সুযোগ পায়না। যেটা পায় সেটা নিয়ে কয়েকদিন কথা বলে।’

এসময় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চালকসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার কথাও জানান তোফায়েল আহমেদ।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version