ঋষি সুনাককে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন বাইডেন

|

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী জুন মাসে এ সফর করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। খবর এএফপির।

হোয়াইট হাউসের বিবৃতির বরাতে খবরে বলা হয়েছে, সোমবার (১৩ মার্চ) ক্যালিফোর্নিয়ার সান দিয়োগোয় এক বৈঠক থেকে সুনাককে এ আমন্ত্রণ জানান বাইডেন। ওই বৈঠকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দেয়ার পরিকল্পনার বিষয়টি সামনে আনা হয়।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী ও স্থায়ী অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন দুই নেতা। আলোচনা অব্যাহত রাখতে আগামী জুনে সুনাককে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান বাইডেন।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে আয়ারল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ড সফরে যাওয়ার পরিকল্পনা করছেন বলেও জানা গেছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply