Site icon Jamuna Television

নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হাসকিং মিলের নৈশ প্রহরী লেদু মিয়াকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে রুহিয়া থানা পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহত লেদু মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলা ঘনিমহেশপুর গ্রামের বাসিন্দা মৃত লবানু মোহাম্মদের ছেলে।

রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লেদু মিয়া দীর্ঘদিন যাবত ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান অনিল চন্দ্র সেনের রামনাথ হাট এলাকার শাপলা হাসকিং মিলের নৈশ প্রহরী হিসেবে চাকরি করে আসছিল। তিনি প্রতিদিনের ন্যায় বুধবার রাতে ঐ মিলে পাহারা দিতে যায় এবং মিলের উত্তর পাশে একটি খোলা ঘরে ঘুমায়। রাতের যে কোন সময়ে একদল দুর্বৃত্ত ওই মিলে হানা দিয়ে নৈশ প্রহরী লেদু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে ওই মিলের কর্মচারী দীপাল চন্দ্র সেন মিলে এসে বৃদ্ধ লেদুকে রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত চলছে বলে জানায় প্রদীপ কুমার।

চেয়ারম্যান অনিল চন্দ্র সেন জানান, লেদু মিয়া খুব সহজ সরল ব্যক্তি। তার সাথে কারো শত্রুতা রয়েছে কিনা তা তিনি জানেন না।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version