ঝিনাইদহে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

|

দণ্ডপ্রাপ্তের স্বজনরা।

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী আব্দুল হালিমকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি শৈলকুপা উপজেলার ছাত্তার মন্ডলের ছেলে আবুদল হালিম। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তবে মামলার সাথে সংশ্লিষ্টতা না থাকায় আসামির বাবা ছাত্তার মন্ডল ও ভাই দলিল মন্ডলের নাম চার্জশিট থেকে বাদ দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার বিবরণে জানা যায়, শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রামের আব্দুল হালিম ২০১৩ সালের ১৯ ডিসেম্বর সন্ধ্যায় যৌতুক না পেয়ে স্ত্রী ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর লাশ বাড়ির পাশের মেহগনি বাগানে ফেলে রাখে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় ববিতা খাতুনের মা সালেহা বাদী হয়ে পরদিন ২০ ডিসেম্বর শৈলকুপা থানায় ৩ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply