ফরিদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলার অভিযোগ, আহত ১০

|

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়ীয়ায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এ সময় বহরে থাকা দুটি মাইক্রোবাস ও অন্তত তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সোমবার (১৩ মার্চ) রাতে নির্বাচনী প্রচারণা শেষ করে ফেরার পথে এই ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন আহমেদ জানান, বেদ বাড়িয়ায় নির্বাচনী প্রচারণা শেষে ঘোড়াদাহ এলাকায় যাওয়ার সময় আকস্মিকভাবে নৌকা প্রতীকের সমর্থক ও নেতা-কর্মীরা হামলা চালায়। কোতয়ালী থানা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ সেলিমুজ্জামান এই হামলার নেতৃত্ব দেন বলে দাবি তার।

নাজিম উদ্দিন আহমেদ আরও জানান, এ সময় আমাকে লাঠি দিয়ে পেটানো হয়। আমার নেতা-কর্মীদের পিটিয়ে আহত করে এবং ২টি মাইক্রো ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নসহ ১১টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে প্রার্থীরা জোর কদমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এরই মধ্যে ঘটেছে এ হামরার ঘটনা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply