Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর নামে বানোয়াট সংবাদ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সামাজিক মাধ্যমে বানোয়াট সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীসহ দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কুচক্রী মহল বিভিন্ন নিউজপোর্টালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন বিকৃত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে এসব বানোয়াট সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হচ্ছে। এসব সংবাদের কোনো ভিত্তি নেই।

এসব অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Exit mobile version