Site icon Jamuna Television

জন্মদিনের উৎসব করতে গিয়ে ধর্মসাগরে ডুবে ২ ছাত্রের মৃত্যু

কুমিল্লা ব্যুরো
কুমিল্লা জন্মদিনের উৎসব শেষে পানিতে ডুবে শিহাব ও ফাহিম নামে দুই স্কুল ছাত্রের করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র শিহাবের জন্মদিন আজ ছিল, তাই তার সহপাঠীরা ধর্মসাগর পাড়ে রানীর কুঠিতে একত্রিত হয়ে শিহাবের জন্মদিনের কেক কাটে এবং আনন্দ উচ্ছাস করে। জন্ম দিনের অনুষ্ঠান শেষে বিকাল পৌনে ৩টার দিকে আরও কয়েকজন বন্ধুসহ ধর্মসাগরে নামে। এক পর্যায়ে শিহাব ও ফাহিম পানিতে তলিয়ে যায়। তাদের খুঁজে পেতে পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।

সহপাঠী, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে শিহাব ও ফাহিমের নিথর দেহ উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার উভয়কে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উভয়ের স্বজন ও সহপাঠিরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। স্কুল ছাত্র শিহাব চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই আবদুল মান্নানের ছেলে। ফাহিম বাগিচাগাঁও এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন জানান, ২ ছাত্রের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

Exit mobile version