শেষ ম্যাচে বাংলাদেশ অন্তত ২০ রান বেশি করেছে: ইংল্যান্ডের কোচ

|

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের কোচ ম্যাথু মট।

সিরিজ শুরুর আগে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ‘হোয়াইটওয়াশ’ করা যাবে- এমন ভাবনা মোটেও ভাবেনি বাংলাদেশ দল, বলছেন টাইগার অধিনায়ক সাকিব আল-হাসান। সদ্য সমাপ্ত সিরিজে তরুণদের পারফরফরমেন্সে দারুণ খুশি অধিনায়ক। এদিকে, ইংলিশ কোচ ম্যাথু মট বলছেন বিস্মৃতির এ সিরিজ দ্রুত ভুলতে চান তারা। শেষ ম্যাচে বাংলাদেশ ২০ রান বেশি করেছে বলে মনে করছেন তিনি।

মঙ্গলবার (১৪ মার্চ) ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও ইংল্যান্ডের কোচ ম্যাথু মট।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের খেলায় মুগ্ধ ইংল্যান্ডের কোচ ম্যাথু মট বললেন, ওয়ানডে সিরিজে ভালো করেছিলাম আমরা। সেটা টি-টোয়েন্টিতে ধরে রাখতে পারিনি। তবে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। শুরুতেই চমৎকার এক ব্রেক থ্রু এনে দিয়েছে তানভীর। চাপের মধ্যে কীভাবে খেলতে হয় তা তারা করে দেখিয়েছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান।

এদিকে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, সিরিজ শুরুর আগে আমরা কেউ চিন্তাও করিনি যে ম্যাচ জিতবো বা এমন কিছু। আসলে আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি। তিন ম্যাচেই আমরা চেষ্টা করেছি ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে যার যেটা জায়গা সেখান থেকে সর্বোচ্চটা কনট্রিবিউট করার। তিনটা ম্যাচেই আমরা অসাধারণ ফিল্ডিং করেছি বলে আমার মনে হয়। এবার আমরা যেভাবে পারফর্ম করেছি এমনটা টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে আমরা খুব বেশি করিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply