Site icon Jamuna Television

সিলেট, বগুড়া ও জয়পুরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ

সিলেটের সব জেলা, বগুড়া ও জয়পুরহাট থেকে দূরপাল্লার সব ধরনের বাস বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেন মালিক ও শ্রমিকরা।

এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গতকাল বিকাল থেকেই কমতে থাকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া বাসের সংখ্যা। রাতে কোনো ধরণের ঘোষণা ছাড়া পুরোপুরি বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। কারণ জানতে চাইলেও কোন জবাব দেয়া হয়নি যাত্রীদের।

এ নিয়ে বাস মালিক সমিতি বা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারাও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে, সড়কে নিরাপত্তা না থাকায় বাস চালাতে চাইছেন না বলে জানান শ্রমিকরা। এছাড়া দেশের আরও বেশ কয়েকটি জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে।

Exit mobile version