সড়কে নিরাপত্তা ও নৈরাজ্য বন্ধে উত্তাল রাজধানী ঢাকাসহ সারাদেশ। দাবি উঠেছে লাইসেন্স ও ফিটনেস ছাড়া গাড়ী না চালানো, আইনের কঠোর প্রয়োগ ও সর্বোচ্চ শাস্তির।
এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে সংশোধনের অপেক্ষায় পড়ে থাকা সড়ক পরিবহন আইন নিয়ে নড়েচড়ে বসেছে সরকার। ভেটিং শেষে আগামী সোমবার মন্ত্রীসভায় উপস্থাপণ করা হচ্ছে আইনটি ।
নতুন আইনে থাকছে,
– ড্রাইভিং লাইসেন্স পেতে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া থাকতে হবে চালকের সহকারীর। সহকারীরও থাকতে হবে লাইসেন্স।
– লাইসেন্স ছাড়া গাড়ি চালালে থাকছে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড। আর সহকারীর ক্ষেত্রে এক মাসের জেল বা ২৫ হাজার টাকা জরিমানা।
– থাকছে পয়েন্ট ভিত্তিক ব্যবস্থা। আইন অমান্য হলে পয়েন্ট কাটা যাবে, বাতিল হবে লাইসেন্স।
– ফিটনেস বিহীন গাড়ী চালালে থাকছে ১ বছরের সাজা ও সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা।
এছাড়া, মোটরযান চলাচলে আইনে থাকছে ২৫টি নির্দেশনা। এর মধ্যে রয়েছে-
– গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করলে এক মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা।
-বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে ৩০৪ (বি) ধারা অনুযায়ী ৩ বছরের কারাদণ্ড হবে। তবে শাস্তির পরিমাণ আরো বাড়ানোর জন্য মত দিয়েছেন আইনজীবীরা। কারণ এক্ষেত্রে হাইকোর্টের কমপক্ষে সাত বছরের শাস্তির বিধানের নির্দেশনা রয়েছে।
শাস্তির মেয়াদ না বাড়ালে দুর্ঘটনা কমবে না বলে মত আইনজীবীদের।পাশাপাশি তারা, দুর্ঘটনার মামলায় পুলিশ ও প্রসিকিউশনকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শও দিয়েছেন।
Leave a reply