উৎসবের দিনে বিশ্বজুড়ে পণ্যের দাম কমে, এক্ষেত্রে বাংলাদেশ ব্যতিক্রম বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (১৫ মার্চ) রাজধানীতে ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, দয়া করে নায্যমূল্যে পণ্য বিক্রি করুন। আর রোজায় ক্রেতা-ভোক্তাদের সংমযী হতে আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, গুটিকয়েক ব্যবসায়ীর হাতে বাজার জিম্মি। নেই কার্যকর প্রতিযোগিতা। ভোক্তা অধিকার নিশ্চিত করতে সুশাসন ও অর্থনৈতিক উন্নয়নের তাগিদ দেন তিনি। আরও বলেন, ভোক্তা অধিকার রক্ষায় সরকারের সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।
বক্তারা এতে অভিযোগ করেন, রোজা আসছে, বাড়ছে ছোলা ও তেলসহ নিত্যপণ্যের দাম। ডলারের দামও চড়া। যার প্রভাব পড়ছে বাজারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নেয়া হলে সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।
/এমএন
Leave a reply